মোঃ কবিরহোসেন ক্রাইম রিপোর্টার:

ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য এক আনন্দের দিন। এই আনন্দ শুধুমাত্র নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের হতদরিদ্র মানুষের সঙ্গেও ভাগ করে নিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন শহীদ জিয়া প্রজন্মদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, মানবিক মনের প্রবাসী শেখ সোহেল।দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করলেও নিজের জন্মস্থান ও এলাকার মানুষের প্রতি ভালোবাসা ভুলে যাননি তিনি। সেই ভালোবাসারই অংশ হিসেবে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছেন তিনি।জানা গেছে, কাওরাইদের স্টেশন মহল্লা, মুড়ালি টেক, ফকির পাড়া, মৃধা পাড়া, বেলদিয়া এবং কাশিজুলি এলাকার দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে এসব ঈদ উপহার বিতরণ করা হয়। ঈদকে সামনে রেখে এমন মানবিক উদ্যোগে এলাকার গরিব ও দুস্থ মানুষরা অত্যন্ত আনন্দিত হয়েছেন। বিতরণ কার্যক্রমে উপস্থিত স্থানীয়রা জানান, শেখ সোহেল শুধু এবারই নয়, আগে থেকেই এলাকার অসহায় ও দরিদ্র মানুষের জন্য নিয়মিত সাহায্য-সহযোগিতা করে আসছেন। প্রবাসে থাকলেও তিনি সবসময় এলাকার মানুষের খোঁজখবর রাখেন এবং তাদের যেকোনো প্রয়োজনে সহায়তার হাত বাড়িয়ে দেন।ঈদ উপহার পাওয়া একজন সুবিধাভোগী জানান, _”আমরা গরিব মানুষ, ঈদের দিনে নতুন কাপড় কেনার সামর্থ্য নেই। শেখ সোহেল ভাই আমাদের জন্য ঈদ উপহার পাঠিয়েছেন, এতে আমরা খুব খুশি। আল্লাহ তাকে ভালো রাখুন।”স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও শেখ সোহেলের এ মহতী উদ্যোগের প্রশংসা করেন। তারা বলেন, সমাজের বিত্তবানরা যদি এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ান, তাহলে কেউ আর অভাব-অনটনে কষ্ট পাবেন না।
শেখ সোহেলের ঘনিষ্ঠজনদের মাধ্যমে জানা গেছে, তিনি ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেন, _”আমি প্রবাসে থাকলেও মন পড়ে থাকে আমার এলাকার মানুষের কাছে। তাদের জন্য কিছু করতে পারলে তাতেই আমি আনন্দ পাই। ঈদ মানেই আনন্দ, আর এই আনন্দ শুধু নিজের জন্য হলে চলে না। সবার সঙ্গে ভাগ করে নেওয়াই প্রকৃত উৎসবের আনন্দ।”শেখ সোহেলের এই উদ্যোগ এলাকার মানুষের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে। তার এমন মানবিক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।