শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে বাড়ীর চারপাশ ও ঘরের দরজার সামনে দেয়াল নির্মান করে রাস্তা বন্ধ করার অভিযোগ পাওয়া গেছে। বিচার প্রার্থী হয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন ভুক্তভোগী। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করেন তিনি।
গত ২২ এপ্রিল সকালে শ্রীপুর পৌর এলাকার কেওয়া চন্নাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলো, চন্নাপাড়া গ্রামের আবু তাহেল এর ছেলে বুলবুল (৩৫) ও চন্নাপাড়া গ্রামের খোকন মিয়া (৫৮)। ভুক্তভুগী হাজেরা খাতুন ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার চাকুয়া গ্রামের মোঃ শহিদুল্লাহ’র স্ত্রী। তিনি জায়াগা কিনে কেওয়া চন্নাপাড়া গ্রামে বাড়ি নির্মান করে বসবাস করছেন।
ভুক্তভুগী হাজেরা খাতুন জানান, শ্রীপুর থানার ৭নং কেওয়া মৌজার এস.এ ১৪১১, আর.এস ১১৬০ নং খতিয়ানে, সি.এস ও এস.এ ১৪১৯,আর.এস ৪০৭৭ নং দাগে ১২৯৬৫ নং জোতে নবী হোসেন কাছ থেকে ৮.৭৫ শতাংশ জমি ক্রয় করে বাড়ি ঘর নির্মান করে ভোগ দখলে আছেন। গত ২২ এপ্রিল সকালে অভিযুক্তরা লোকজন নিয়ে ভুক্তভুগী হাজেরা খাতুনের বাড়ির চারপাশে দেয়াল নির্মানের কাজ শুরু করেন। বাঁধা দিতে গেলে তাকে বিভিন্ন হুমকি দিয়ে দেয়াল নির্মানের কাজ চালিয়ে যান। ঘরের দরজা পর্যন্ত সিমানা দেয়াল নির্মান করেন। তার ঘর থেকে বের হওয়ার রাস্তা বন্ধ করে দিবে বলে হুমকি দিয়ে যাচ্ছেন। তিনি বিভিন্ন গ্রাম সালিশ বিচারের দাবী জানালেও অভিযুক্তরা উপস্থিত হয়নি। পরে তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। পুলিশ ১০ মে তারিখে থানায় তাদের কাগজ নিয়ে আসতে বল্লেও তারা থানায় উপস্থিত হয়নি।
এ বিষয়ে জানতে অভিযুক্তদের বাড়িতে গেলে তাদের পাওয়া যায়নি। অভিযুক্ত বুলবুল এর মা বলেন তার ছেলে বাড়িতে নেই এ ঘটনা সম্পূর্ণ মিথ্যা।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নুর কাশেম জানান, অভিযোগ পেয়ে বিষয়টি তদন্ত করছি। তাদের মধ্যে জমি নিয়ে বিরোধ রয়েছে দুই পক্ষকে কাগজ নিয়ে থানায় আসতে বলে ছিলাম। অভিযোগ কারী আসলেও প্রতিপক্ষের এজন অসুস্থ থাকার জন্য সময় নিয়েছে।