মোঃ কবির হোসেন:
দেশনেত্রী বেগম খালেদা জিয়া লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফেরার আনন্দে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে ঢাকা সহ রাজধানীর রাজ পথ।
৬ই মে মঙ্গলবার বেগম খালেদা জিয়ার দেশে ফেরার আনন্দটা শুধু বিএনপির নেতা কর্মিদের মাঝেই সিমাবদ্ধ নয়। গতকাল মঙ্গলবার ঢাকার রাজপথে নেমেছিলো সর্বস্তরের জনতার ঢল।
এরই ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে বাউফল উপজেলা বি এন পির (সাবেক) সভাপতি, পটুয়াখালী জেলা বিএনপি (সাবেক) সিনিয়র সহ সভাপতি, জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের আস্থাভাজন গরীব, মেহনতী মানুষের বন্ধু ইঞ্জিনিয়ার ফারুক আহমেদের তালুকদারের নেতৃত্বে বাউফল উপজেলা ও পৌর বিএনপি এর অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতা কর্মীদের সাথে নিয়ে নির্বাহী কমিটির সদস্য নির্ধারিত স্থান গুলশান ২ গোল চত্তর সংলগ্ন সড়কে অবস্থান নেন।
এ সময় তিনি একটানা চার ঘন্টা দাঁড়িয়ে অবস্থান নিয়ে বেগম জিয়া সুস্থ অবস্থায় দেশে ফেরার আনন্দে দলীয় পতাকা হাতে নিয়ে নিজেই স্লোগান দিতে থাকেন। যা এর আগে আর কখনো কোন নেতাকর্মীর মধ্য খুব একটা দেখা যায়নি । কিন্তু আজ দেশনেত্রী খালেদা জিয়া সুস্থ অবস্থায় দেশে ফেরার আনন্দে নিজেকে আর নিয়ন্ত্রনে রাখতে পারেনি তিনি। দলীয় পতাকা হাতে নিয়ে নিজেই দিতে থাকেন স্লোগান। এ সময় তার সাথে বরিশাল বিভাগীয় সিনিয়র নেতৃবৃন্দ, পটুয়াখালী জেলা বিএনপি’র সিনিয়র নেতৃবৃন্দ, বাউফল উপজেলা বিএনপি’ও পৌর বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় ইঞ্জিনিয়ার ফারুক আহমেদ তালুকদার বলেন কোটি কোটি মানুষের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ চার মাস লন্ডনে চিকিৎসা শেষে আজ সুস্থ অবস্থায় দুই পুত্রবধুদের সাথে নিয়ে দেশে ফিরেছেন এর চেয়ে বেশী আনন্দের আর কিছু হতে পারে না। আজ দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে ফেরায় ঈদের দিনের চাইতেও অনেক বেশী আনন্দ অনুভব করছি।