ক্রাইম রিপোর্টার মোঃ কবির হোসেন:

গাজীপুরের শ্রীপুরে মাওনা হাইওয়ে থানার ওসি মোঃ আইয়ুব আলীর নেতৃত্বে মাওনা চৌরাস্তা ফ্লাইওভারের নিচে যানজটমুক্ত ও পথচারীদের নিরাপত্তার স্বার্থে কাজ করে যাচ্ছেন, মাওনা হাইওয়ে থানা পুলিশ । বৃহস্পতিবার ৮ মে ২০২৫ ইং রাত ৯ টার সময় মাওনা হাইওয়ে থানা অধীনস্থ মাওনা বাজার রোড সংলগ্ন যানজট মুক্ত করতে যানবাহন ও পথচারীদের চলাচলের সুবিধার্থে ফুটপাতের ফলের দোকান সরাতে গিয়ে ভ্যানের ওপরে থাকা লাইটের সাথে হাতের স্পর্শে মাওনা হাইওয়ে থানার ওসি আইয়ুব আলীর হাত কেটে যায় এবং আহত হয়। পরে কর্তব্যরত পুলিশ মাওনা চৌরাস্তা আলহেরা মেডিকেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা করানো হয় ।