নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জ ফতুল্লা থানাদিন, কুতুবপুর ইউনিয়ন, ভূইগড় পশ্চিমপাড়ায় কেউ মারা গেলেও গোছলের জন্য পানি পাওয়া যায় না অন্য জায়গা থেকে পানি এনে গোছল করাতে হয়। এ প্রতিবাদে আজ শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। মিছিলে অংশগ্রহণ করেন মাদ্রাসার ছোট্ট হাফিজগণ তারা প্রতিদিন কোরআন তেলাওয়াত করে নামাজ পড়ে রোজা রাখে কিন্তু পানি না পাওয়ার কারনে আজকে প্রতিবাদ সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ করে প্রতিবাদ জানান। নিয়মিত পানির ব্যবস্থা এবং পাম্প প্রতিস্থাপনে দ্রুত ব্যবস্থা গ্রহন করার জন্য অনুরোধ করা হয়। প্রতিদিন এলাকার মা বোন ও সাধারণ মানুষ পানির কষ্ট করে।


সভায় সমাপনি বক্তব্য নিয়ে ভুক্তভোগী এলাবাসী মূল্যবান কিছু বক্তব্য রাখেন। ভুক্তভোগী এলাবাসী ” খবর সারাবাংলাকে” জানান ভূইগড় জনকল্যান বহুমুখি সমবায় সমিতির (রেজি: নং-১০৮) নামে কতিপয় সদস্য ওয়ার পাম্প বসানোর নামে জমি ক্রয়ের কথা বলে গ্রাহকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে প্রতারণা করে, তারা নিজেদের নামে জমি ক্রয় করে। এলাকাবাসীকে পাম্প থেকে বঞ্চিত করে। এ প্রতিবাদে পানির সমস্যা সমাধানের লক্ষ্যে এলাকাবাসী অত্র প্রতিবাদ সভা ও গনমিছিলে অংশ গ্রহন করে।